কাঁচড়াপাড়ার পর এবার দক্ষিণ দিনাজপুরের ৩ জেলা পরিষদ সদস্য যোগ দিলেন তৃণমূলে। শনিবার বিকালে বিজেপিতে যোগ দেওয়া ৩ জেলা পরিষদ সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন অর্পিতা ঘোষ। একইদিনে একটি পুরসভা ও একটি জেলা পরিষদ তৃণমূল দখল করার পর বঙ্গ রাজনীতিতে বিজেপির রাশ আলগা হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
শনিবার জেলা তৃণমূল সভাপতি তথা বালুরঘাটের প্রাক্তন সাংসদ অর্পিতা ঘোষ সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ইরা রায়, গৌরী মালি ও পঞ্চানন বর্মনকে ভুল বুঝিয়ে দিল্লী নিয়ে যাওয়া হয়েছিল। ওরা সেই ভুল বুঝতে পেরে আবার তৃণমূলেই ফিরে এলেন। জেলা পরিষদও তৃণমূলের ছিল, তৃণমূলেরই রইল। যারা দাবি করছে জেলা পরিষদ বিজেপির দখলে চলে গিয়েছে তারা রাজ্যের পঞ্চায়েত আইনটা না দেখেই বড়াই করছেন। আমাদের হাতে জেলা পরিষদের ১১জন সদস্য রয়েছে। এদের মধ্যে রয়েছেন ৪জন যারা দিল্লি যাননি, ৪জন রয়েছেন যারা দিল্লিতে গিয়েও বিজেপিতে যোগদান করেননি আর যারা যোগদান করেছিলেন তাদের ৩জন আজ আবার আমাদের দলে ফিরে এলেন’।