আবার শহরে বিধ্বংসী অগ্নিকান্ড। ফের আগুন লাগল নন্দরাম মার্কেটে। বড়বাজার এলাকার এই জনবহুল মার্কেটের ন’তলায় আগুন লেগেছে বলে খবর। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারপর ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। আরও ২টি দমকল পাঠানো হয়েছে নন্দরাম মার্কেটে। দমকলের ৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
১১ বছর আগে নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও সবার স্মৃতিতে টাটকা। ২০০৮-এর ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। সেবার আগুনে ভস্মীভূত হয়ে যায় নন্দরাম মার্কেটের ৭ তলা। ২০০৮ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর দীর্ঘদিন বন্ধ ছিল নন্দরাম মার্কেট। মেরামতির পর ফের স্বাভাবিক হয় পরিস্থিতি। মালিক মানিক শেঠিয়া জানিয়েছেন, প্রথমবার আগুন লাগার পরই ঢেলে সাজানো হয়েছিল মার্কেটকে। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল না। আর যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়েছিল। কিন্তু কীভাবে আগুন লাগল, এখনও স্পষ্ট নয়। তবে কোনও প্রাণহানি ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ যদিও এখনও বিস্তারিত জানা যায়নি।
আজ দুপুরে মার্কেটের ন’তলায় আগুন লেগে যায়। জানা গিয়েছে, ওই তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আগুন লাগে। চারটি ইঞ্জিন দ্রুত আগুন নেভানোর কাজ চালাচ্ছে। তবে জনবহুল এলাকা হওয়ায় আগুন নেভাতে সমস্যাও হচ্ছে। নন্দরাম মার্কেটের ওই এলাকা খালি করে দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায় গুদামে। সেখানে কাপড় মজুত থাকায় আগুন আরও ছড়িয়ে পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।