গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মনে এখন একটাই প্রশ্ন, মহেন্দ্র সিংহ ধোনি কি এই মাসেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন? সামনেই ক্যারিবিয়ান সফর৷ সেখানে সম্ভবত টিম ইন্ডিয়ার ৭ নম্বর জার্সিধারীকে খেলতে দেখা যাবে না৷ তিনি এই সফরে যেতে আগ্রহী নন৷ আপাতত তিনি স্ত্রী-কন্যা নিয়ে রাঁচিতে তাঁর বাড়িতে কিছুদিন সময় কাটাবেন৷ সরকারিভাবে তিনি কিছু না বললেও টিম ইন্ডিয়ার অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে৷
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টারে ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনালে মহেন্দ্র সিং এর আউট ভারতের ফাইনালে যাওয়ার সব স্বপ্ন শেষ করে দিয়েছিল৷ এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ধোনিকে সাত নম্বরে ব্যাটিং করতে পাঠানো নিয়ে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন প্রাক্তন ক্রিকেটারদের এক বিরাট অংশ৷ এমনকি ব্যাটিং অর্ডার নিয়ে টিম ইন্ডিয়ার সাজঘরে ভারতীয় দলের হেড কোচের সঙ্গে অধিনায়কের ঝামেলাও ভিডিওবন্দি হয়েছে৷
ধোনি নিজে ও তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে অসন্তুষ্ট বলেই মনে করছেন তাঁর ঘনিষ্ঠ মহল৷ তবে প্রকাশ্যে এই নিয়ে মুখ খোলেননি মাহি৷ শ্রীলঙ্কা ম্যাচের পরে রটনা ছিল মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপের পর অবসর নেবেন৷ তবে তিনি নিজে সেই কথা উড়িয়ে দিয়েছিলেন৷ তাঁর সোজা কথা, অবসর নিলে আমি যথাসময় জানিয়ে দেব৷ তবে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে এবার বিশ্বকাপে প্রচণ্ড সমালোচনা হয়েছে৷ তাতে বেশ অভিমান হয়েছে মাহির৷
আগামী ৩রা আগস্ট থেকে শুরু হচ্ছে টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সফর৷ এই সফরে দুটি টি-২০, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ হবে৷ এইমাসের ১৭ ও ১৮ তারিখ ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল বাছাই হবে মুম্বইয়ে৷ নির্বাচকরা মনে করছেন তার আগেই মহেন্দ্র সিংহ ধোনি তাঁর অবস্থান পরিষ্কার করে দেবেন৷ আপাতত ধোনির মতামত শোনার অপেক্ষায় থাকবে বোর্ড৷