নেইমার পিএসজিতে চলে যাওয়ার পরই বার্সেলোনা চেষ্টা চালাচ্ছিল আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড আঁতোয়া গ্রিজম্যানকে নেওয়ার। দু’বছর চেষ্টার পর অবশেষে ফরাসি তারকাকে নিতে সক্ষম হল লিওনেল মেসির ক্লাব। শুক্রবার বার্সেলোনার তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, গ্রিজম্যান তাদেরই। পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই তারকা। খুব শীঘ্রই ক্লাব সদস্য-সমর্থকদের সামনে তাঁকে হাজির করা হবে। গ্রিজম্যানের সই নিয়ে মেসির মন্তব্য, ‘আমি অবশ্যই গ্রিজম্যানকে চেয়েছিলাম।’ সূত্রের খবর গ্রিজম্যানের এই ট্রান্সফার হতে চলেছে ৯২৬ কোটি টাকা।
২০১৪ সালে রিয়েল সোসিয়েডেড থেকে অ্যাটলেটিকো ডি মাদ্রিদে গিয়েছিলেন গ্রিজম্যান। তারপর টানা পাঁচ বছর লাল-সাদা জার্সিতে খেলেছেন। ২৫৬টি ম্যাচে ১৩৩টি গোল রয়েছে এই অ্যাটাকিং মিডিওর। পাঁচ বছরের চুক্তিতে বার্সার জার্সি গায়ে চাপাচ্ছেন গ্রিজম্যান।অ্যাটলেটিকো ডি মাদ্রিদের সোশ্যাল মিডিয়া পেজ থেকে নিজেই বার্সার কথা জানিয়েছেন গ্রিজম্যান। তিনি বলেন, “প্রতিটি পেশাদার ফুটবলার প্রতিদিন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের স্বপ্ন দেখে। নতুন অভিজ্ঞতার জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার কাছে নতুন চ্যালেঞ্জ।” একই সঙ্গে আঠারোর বিশ্বকাপ জয়ী স্কোয়াডের সদস্য বলেন, “অ্যাটলেটিকো ডি মাদ্রিদ আমায় অনেক কিছু দিয়েছে। সমর্থকরা ভালোবেসেছেন। এই মুহূর্তগুলো আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।”
তবে আঁতোয়াঁ গ্রিজম্যানকে বার্সেলোনায় সই করা নিয়ে তৈরি হয়েছে বেনজির দ্বন্দ্ব। বার্সেলোনার দাবি, তাঁরা গ্রিজম্যানকে সই করিয়ে নিয়েছে। এবং সেজন্য প্রয়োজনীয় অর্থও তাঁরা লা লিগা কর্তৃপক্ষকে মিটিয়ে দিয়েছে। কিন্তু গ্রিজম্যানের আগের ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের দাবি, গ্রিজম্যানের সই অবৈধ। তাদের পাওনা টাকা মেটায়নি বার্সা। চুক্তিতে প্রয়োজনীয় অর্থের অনেক কম অর্থ দিয়েই গ্রিজম্যানকে সই করার কথা ঘোষণা করে দিয়েছে বার্সা। এই অভিযোগে, আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছে অ্যাটলেটিকো।