গত বছর মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরেই নড়েচড়ে বসেছিল রাজ্য। তখনই পূর্তদফতরের তরফে ঘোষণা করা হয়েছিল, এবার থেকে বাধ্যতামূলক ভাবে বছরে চারবার রাজ্যের সমস্ত সেতুগুলির স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কিন্তু উল্টোডাঙা উড়ালপুলে ফাটল দেখা দিতেই এবার আরও সাবধানতা অবলম্বন করল রাজ্য। শুধু সেতু দেখভালের জন্যই ২১টি পদ তৈরি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। শীঘ্রই এই সব পদে ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুধুমাত্র ব্রিজের স্বাস্থ্য দেখভালের জন্য ‘ব্রিজ ইন্সপেকশন অ্যান্ড মনিটরিং সেল’ গঠন করা হবে। সেই সেলে বিভিন্ন পদের ২১ জন ইঞ্জনিয়ার নিয়োগ করা হবে। এতদিন পিডব্লুডির ২১ জনের একটি টিম সেতু ও রাস্তাঘাটের স্বাস্থ্যে নজরদারীর কাজ করত। এখন শুধুমাত্র সেতুর হাল দেখতেই ইঞ্জিনিয়র নিয়োগ করা হবে। জানা গেছে, রাজ্য সরকার সেজন্য ৪ জন সুপারিটেনডেন্ট ইঞ্জিনিয়ার, ৩ জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও ১৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে। এই সেল চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়াটারের অধীনে কাজ করবে।