প্রসঙ্গত, ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনের আগে থেকেই নানাসময়ে উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। সেই অশান্তি যেন এখনও জারি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের। মৃতের নাম প্রভু সাউ(৩০)।
জানা গিয়েছে, শুক্রবার সকালে প্রভু সাউ সুগিয়াপাড়া এলাকায় ছিলেন। অভিযোগ, সেসময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। মাথার পিছনে গুলি লাগে প্রভু সাউয়ের। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রাই তাঁকে উদ্ধার করে বারাকপুর বিএন বোস হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য মৃত্যু হয়েছে প্রভু সাউয়ের।
ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দুই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলার জেরেই এই ঘটনা। তবে পুলিসের খাতায় প্রভু সাউয়ের নাম রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই কাঁকিনাড়ার ৫ নম্বর গলিতে বোমাবাজি হয়। দুই দুষ্কৃতীদলের মধ্যে বোমাবাজি হয় কাঁটাডাঙার ২০ নম্বর রেল কোয়ার্টার এলাকাতেও। বৃহস্পতিবার রাতে শ্যামনগরে রাজু চক্রবর্তী নামে এক যুবকের ওপর ছুরি নিয়ে হামলা হয়। ছুরির আঘাতেই মৃত্যু হয় তার। জানা গিয়েছে, রাজুর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে।