আবারও বিতর্কিত মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। বিশ্ব জনসংখ্যা দিবসে দু’য়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়ার বিধান দিলেন গিরিরাজ সিং। ইঙ্গিতটা সংখ্যালঘুদের দিকে করে গিরিরাজ সিং আরও বলেছেন, “ভারতের মতো দেশে জনবিস্ফোরণের জন্য অর্থনীতি, সামাজিক সংঘতি এবং সংস্থান ধাক্কা খাচ্ছে”।
কেন্দ্রীয় পশুপালন, দুগ্ধজাত এবং মৎস্যমন্ত্রী গিরিরাজ সিং হিন্দিতে লিখেছেন, “জন্ম নিয়ন্ত্রন বিধির জন্য প্রত্যেককে এগিয়ে আসা উচিৎ। এক্ষেত্রে আমার মনে হয়, যাদের দুটোর বেশি সন্তান, তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হোক”।
বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবসে সোশ্যাল সাইটে দেশের জনবিস্ফোরণ নিয়ে সরব হয়েছেন বিহারের বেগুসরাইয়ের এমপি। ১৯৪৭ থেকে ২০১৯ সালের মধ্যে ভারতের ৩৬৬ শতাংশ জনবৃদ্ধি হয়েছে। গিরিরাজের এই বক্তব্যের বিরোধিতা করে আরজেডির সভাপতি রামচন্দ্র পূর্ব বলেছেন, “নোংরা রাজনীতি করছেন কেন্দ্রীয় মন্ত্রী”।