লোকসভা নির্বাচনে বিরোধীদের হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদী সরকার। এখন যা পরিস্থিতি তাতে এককথায় বলা যায় যে, দেশে বিরোধী কোনও ক্ষমতাই নেই, একা রাজত্ব করছে বিজেপি। তবে এই পরিস্থিতি গণতন্ত্রের জন্য একেবারেই শোভনীয় নয় বরং ক্ষতিকর! এমনটাই মত খোদ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর।
বিজেপির ক্ষমতায় আসা নিয়ে সুব্রহ্মণ্যম স্বামীর বক্তব্য, ‘দেশজুড়ে বিজেপি ক্ষমতায় রয়েছে, অন্যান্য দলগুলির সেরকম কোনও অস্তিত্ব নেই। বিরোধী শক্তি বলে কিছু পাওয়া যাচ্ছে না, এটা গণতন্ত্রের পক্ষে খুব একটা সন্তোষজনক নয় বলেই মনে করেন স্বামী। তাঁর মতে, এই ধরনের রাজনৈতিক পরিস্থিতি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকর’।
এই প্রসঙ্গে গোয়া, কাশ্মীরের উদাহরণ টেনে স্বামী আরও বলেন, ‘গোয়া, কাশ্মীর বা কর্ণাটকের পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে যে, কোনও একটি দলের আধিপত্য থাকলে দেশের অবস্থা কীরকম হয়। একটিমাত্র রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তবে গণতন্ত্রের হাল এটাই হবে বলে মন্তব্য করেন স্বামী। এর পাশাপাশি, সনিয়া এবং রাহুল গান্ধীকে ‘ইটালিয়ন’ বলে কটাক্ষ করে স্বামীর বক্তব্য, ‘তাঁদের দল ছেড়ে দেওয়া উচিত’। কংগ্রেস নেতৃত্বের বিকল্প হিসেবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে চেয়েছেন।