গত বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ক্রিকেট বিশ্বকাপের আসর থেকে বিদায় নিয়েছে বিরাট বাহিনী। এভাবে স্বপ্নভঙ্গ হওয়ায় হতাশায় মুষড়ে পড়েছে গোটা দেশ। এখনও শোকাহত ১৩০ কোটি মানুষ। তবে এই চরম পরিস্থিতিতেও সমস্ত খারাপ লাগাকে দূরে সরিয়ে প্রায় সকলেই পাশে দাঁড়িয়েছেন কোহলি কিংবা ট্র্যাজিক নায়ক মহেন্দ্র সিং ধোনিদের। কিন্তু এর মধ্যেই ভারতীয় দলকে নিয়ে নোংরা ট্রোলিংয়ের খেলায় মেতে উঠেছে গেরুয়া শিবিরের রত্ন অনুপম হাজরা। বিরাট কোহলিদের ট্রোল করতে গিয়ে বিচারবুদ্ধিহীন ভাবে একটি এডিটেড ছবি টুইট করেন তিনি।
বুধবারই বিরাট কোহলি আর তাঁর স্ত্রী অনুষ্কা শর্মার একটি এডিটেড ছবি টুইট করেন অনুপম। সেইসঙ্গে ক্যাপশনে লেখেন, ‘১৩০ কোটির স্বপ্নভঙ্গ!’ স্বাভাবিকভাবেই এরপরেই কেন্দ্রের শাসকদলের একজন প্রতিনিধি হয়ে অনুপমের এই অবিবেচকের মতো কাজ নিয়ে সরব হন সকলে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তুমুল আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে। বিজেপিতে যোগ দিয়ে ভোটের টিকিট পাওয়ার পর থেকেই একের পর এক বিতর্কিত পোস্ট করে বিতর্কের সৃষ্টি করেছেন অনুপম হাজরা।
কিন্তু বিরোধীদের আক্রমণ আলাদা, আর দেশের ক্রিকেট দলের হার নিয়ে চটুল রসিকতা যে এক নয়, তা আর কবে বুঝবেন অনুপমের মতো রাজনীতিকরা? প্রশ্ন তুলছেন অনেকেই। তবে জানা গেছে, এ নিয়ে দল থেকে অনুপমকে বিশেষ কিছু বলাও হয়নি। সেভাবে সতর্কও করা হয়নি। যা থেকে স্পষ্ট, এ কাজে দলীয় নেতাকে প্রচ্ছন্ন প্রশ্রয়ই দিচ্ছে বিজেপি।