যোগী আদিত্যনাথের সরকারকে এবার জোর প্যাঁচে ফেলল উত্তরপ্রদেশের ল’ কমিশন একটি রিপোর্ট। যে রিপোর্টে স্পষ্ট করে বলা হয়েছে, দেশে গণপিটুনি ব্যাপক হারে বেড়ে চলেছে। আর তা নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ করতে হবে। গণপিটুনিতে দেশের মধ্যে এগিয়ে আছে যোগীর উত্তরপ্রদেশ। তাই এই রিপোর্ট পেশ করা হয়েছে যোগী আদিত্যনাথকে। তাতেই জোর বিপাকে পড়েছে গেরুয়া শিবির।
সংবাদসংস্থা এএনআই জানাচ্ছে, রাজ্যের যে আইন প্যানেল আছে তার যিনি চেয়ারম্যান বিচারপতি এএন মিত্তাল বিস্তারিত রিপোর্ট পেশ করেছেন যোগী আদিত্যনাথের কাছে। আর বলা হয়েছে এই বিষয়ে কড়া আইন এনে পদক্ষেপ করতে। বিচারপতি মিত্তাল বলেছেন, “যদি গণপিটুনির ঘটনায় কেউ মারা যায়, তাহলে অভিযুক্তকে যাবজ্জীবন এবং বড় অঙ্কের জরিমানা করা হোক”।
উত্তরপ্রদেশে বেশি এই ঘটনা ঘটছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। তাই রাজ্য আইন কমিশনের পক্ষ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সেখানে বলা হয়েছে, গণপিটুনির ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকবে তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং বড় অঙ্কের জরিমানা করতে হবে। এই প্রস্তাব সেখানে দেওয়া হয়েছে। আর তাতেই প্যাঁচে এবং চাপে পড়ে গিয়েছে যোগী। কারণ এখানে গোরক্ষকদের তাণ্ডব থেকে শুরু করে জয় শ্রী রাম না বললে গণপিটুনির শিকার হতে হচ্ছে। এমনকী এইসব কাণ্ডে বেশিরভাগ সময়ই বিজেপি’র নাম জড়িয়ে যাচ্ছে।