ম্যানচেস্টারে যখন ভারতীয় ক্রিকেটের ব্যাটিং লাইন আপ যখন নিউজিল্যান্ডের বোলিং-এর সামনে প্রায় ধরাশায়ী ঠিক তখনই অলক্ষ্যেই স্বপ্ন জয় করলেন ভারতীয় দ্যুতি চাঁদ। প্রচারের বাইরে থেকে ভারতকে সোনা এনে দিল এই ভারতীয় স্প্রিন্টার। আর তাঁর সঙ্গে ইতিহাস তৈরি করলেন তিনি। প্রথম ভারতীয় হিসাবে সামার ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারে সোনা জিতলেন তিনি।
প্রসঙ্গত, দ্যুতির আগে কোনও ভারতীয় ইউনিভার্সিটি গেমসের ১০০ মিটারের ফাইনালে পর্যন্ত উঠতে পারেননি। সেখানে দ্যুতি ইতালির নাপলসে অনুষ্ঠিত এই গ্লোবাল ইভেন্টে মাত্র ১১.৩২ সেকেন্ড সময়ে রেস শেষ করে চ্যাম্পিয়ন হন।
গত সোমবার হিটে ১১.৫৮ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে ওঠেন দ্যুতি। মঙ্গলবার সেমিফাইনালে ১১.৪১ সেকেন্ডে ১০০ মিটার অতিক্রম করেন এবং ফাইনালে ১১.৩২ সেকেন্ড সময়ে শেষ করে চ্যাম্পিয়ন হন। এইভাবে দ্যুতির এই নজিরবিহীন সাফল্য সাক্ষী থাকল বিশ্ববাসী।