বাংলাকে বরাবর বঞ্চনা করে এসেছে কেন্দ্র। এই অভিযোগ নতুন কিছু নয়। এবার যুক্তরাষ্ট্রীয় আর্থিক কাঠামোকে কেন্দ্রের তরফে দুর্বল করে দেওয়ার অভিযোগ আনলেন বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র। গতকাল ছিল রাজ্যের বছরভর আয়-ব্যয়ের হিসাব বিধানসভায় পাশ করিয়ে নেওয়ার পালা। সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের জবাবি ভাষণে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট নিয়ে এক হাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
অমিত মিত্র জানিয়েছেন, বাম জমানার চেয়ে গত আট বছরে ঢের উন্নতি করেছে রাজ্য। কেন্দ্রের সমালোচনা করে অর্থমন্ত্রী এ দিন বিধানসভায় বলেন, ‘‘ওরা মেক ইন ইন্ডিয়া’র কথা বলছে, আসলে ব্রেক ইন ইন্ডিয়া হচ্ছে। দেশে নতুন শিল্পে লগ্নি ১৯% কমে গিয়েছে। পর পর চার বছর ধরে শিল্পে লগ্নি কমছে।’’ তাঁর প্রশ্ন, ‘‘কোনও সরকার বাজেটে ৫০টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করার কথা ভাবতে পারে! সরকারি সংস্থা পর পর বিক্রি করে দিচ্ছে দিল্লির সরকার।’’
একইসঙ্গে সোনার দাম বাড়িয়ে কেন্দ্র সোনার চোরাচালানে উৎসাহ দিচ্ছে বলে অভিযোগ করেন অমিতবাবু। একই সঙ্গে তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে সেস বা লেভি বসিয়ে কেন্দ্র আয় বাড়াচ্ছে। অথচ সেই আয়ের কোনও অংশ রাজ্য পাচ্ছে না। অর্থমন্ত্রীর বক্তব্য, ‘‘আর্থিক ক্ষেত্রের যুক্তরাষ্ট্রীয় পরম্পরাকে লঘু করে দিচ্ছে বর্তমান কেন্দ্রীয় সরকার।’’
অর্থমন্ত্রী অবশ্য জানিয়েছেন, গত আট বছরে রাজ্যের মোট অভ্যন্তরীণ উৎপাদন আড়াই গুণ বেড়েছে। রাজ্য পরিকল্পনা খাতে ব্যয় বেড়েছে ৬ গুণ। সেই সঙ্গে স্থায়ী নতুন সম্পদ তৈরির জন্য মূলধনী ব্যয় বেড়েছে ১১ গুণ। রাজ্যের নিজস্ব আয় ২১ হাজার কোটি থেকে বেড়ে সাড়ে ৬৫ হাজার কোটিতে পৌঁছেছে। একই ভাবে ২০১০-১১’তে ঋণ-জিএসডিপি’র অনুপাত ছিল ৪০.৬৫%। ২০১৮-১৯ এ তা কমে দাঁড়িয়েছে ৩৩.৯০%।