আগামী বছরের ১৫-১৭ ডিসেম্বর আরও একধাপ এগিয়ে যাবে বাংলা। কারণ, পরবর্তী বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট হবে ২০২০ ডিসেম্বরেই। বুধবার অ্যাপ্রোপিয়েশন বিলের জবাবি ভাষণে বললেন অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্র। এদিন অমিত মিত্র বলেন, প্রতিনিধি সম্মেলনের শেষ দিনেই বুঝতে পারবেন, বাংলা আরও কতটা এগোবে।
এই ঘোষণার সময়ই বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী পয়েন্ট অফ অর্ডার তুলে গুরুত্বপূর্ণ দফতরের বাজেট নিয়ে আলোচনার দাবি চালাতে থাকেন। কিন্তু অধ্যক্ষ অনুমতি দেননি। তবে অধ্যক্ষের নির্দেশে অমিত বিভিন্ন তথ্য দিয়ে দেখান যে ২০১১-র তুলনায় প্রতিটি বিভাগে বরাদ্দ কয়েকগুন করে বেড়েছে। সাফল্যও বেড়েছে, মূলধনী ব্যয় বেড়েছে ১১ গুন। কর সংগ্রহ বেড়েছে তিন গুন। কৃষিতে পরিকাঠামো উন্নয়নে বেড়েছে ৯ গুন। সুতরাং মমতার বাংলা যে উন্নয়নের নিরিখে এগোচ্ছে, সে বিষয়ে কোন সন্দেহ নেই।