ভোটের ফলাফলের পর থেকেই রাজ্য জুড়ে অব্যাহত রাজনৈতিক সন্ত্রাস৷ আক্রমণ-পাল্টা আক্রমণে উত্তপ্ত পরিস্থিতি গোটা রাজ্যে৷ এবার তৃণমূল কর্মীদের ওপর লাগাতার জুলুমবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মীর কৃষি জমিতে কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়া হলো ধান, বীজ, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুরো ঘটনায় অভিযোগের তীর বিজেপির দিকে।
চন্দ্রকোনা থানার কাঁয়াপুর গ্রাম পঞ্চায়েত বালা গ্রামের বাসিন্দা মন্টু মাল সক্রিয় তৃণমূল কর্মী৷ তার চাষের জমিতে কীটনাশক দিয়ে নষ্ট করে দেওয়া হলো ধানের বীজ, এমনই অভিযোগ মন্টুবাবুর। তিনি বলেন, “নির্বাচনের পর থেকে গোটা এলাকা সন্ত্রাস সৃষ্টি করেছে বিজেপি কর্মী সমর্থকরা, কয়েকদিন আগে আমার জমি কৃষি কাজের জন্য শ্রমিক এসেছিল তাদের তাদের কাজ করতে দেওয়া হয়নি, তাদের ফিরিয়ে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। তারপরে হঠাৎ দেখি যে আমার ধানের বীজতলা মরতে শুরু করেছে, প্রায় ছয় বিঘা জমির জন্য তৈরি করা বীজতলা নষ্ট হয়ে গেছে, কীটনাশক স্প্রে করে নষ্ট করা হয়েছে। আমি নিশ্চিত এ বিজেপি কর্মী সমর্থকদের কাজ।” পুরো বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে বলে জানান তিনি৷