রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে শক্তিশালী করতে বড় উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, প্রতিটি গোষ্ঠীকে রাজ্য সরকার বছরে ৫ হাজার টাকা অর্থ সাহায্য করবে৷ একই সঙ্গে গোষ্ঠীগুলিকে ৩০ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য সরকার৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বিধানসভায় আরও জানান, রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আর্থিক ভাবে সাহায্য করার ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। বর্তমানে ৯.৬৯ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী বাংলায় রয়েছে। এর মধ্যে সিংহভাগই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী। এদের মধ্যে যে গোষ্ঠীগুলোর রেজিস্ট্রেশন এক বছর আগে হয়ে গিয়েছে, এবং যারা নিজেদের গোষ্ঠীর সদস্যদের ঋণ দেয়, তাদের বছরে ৫ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এ বাবদ বছরে আনুমানিক ৫০০ কোটি টাকা খরচ হতে পারে সরকারের।
ইতিমধ্যেই রাজ্য সরকারের একাধিক উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম৷ উপকৃত হয়েছেন বহু মানুষ৷ সেই দিকে তাকিয়েই রাজ্য সরকারের এই নতুন পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷