কর্ণাটকের ঝড় আছড়ে পড়ল মুম্বইয়ে। বিধায়ক জট কিছুতেই কাটছে না। এইবার কর্ণাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকে পড়তে হল বিক্ষুব্ধ বিধায়কদের রোষের মুখে। জোট সরকারের হয়ে বুধবার সকালে মুম্বইয়ে বিধায়কদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন শিবকুমার।
প্রসঙ্গত, মুম্বইয়ের যে হোটেলে বিধায়করা রয়েছেন সেখানে পৌঁছতেই পুলিশের বাধার মুখে পড়েন তিনি। নিরাপত্তার দাবি জানিয়ে মুম্বই পুলিশকে আগেই চিঠি দিয়েছিলেন বিধায়করা। সেই মতো এ দিন সকাল থেকেই হোটেলের সামনে কড়া নিরাপত্তা ছিল। বিক্ষুব্ধ বিধায়কদের বুঝিয়ে ঘরে ফেরানোর চেষ্টা যাঁরা করছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেসের এই শীর্ষ নেতা। কিন্তু হোটেলে পৌঁছতেই যে এমন বাধার মুখে পড়তে হবে সেটা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তিনি।এমনকি ওই হোটেলে তাঁর রুম বুক করা আছে বলেও দাবি করেন তিনি। নানাভাবে পুলিশকে বোঝাতে ব্যর্থ হন তিনি।
এ দিকে, শিবকুমারকে দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন বিধায়করা। হোটেলের বন্ধ গেটের ওপার থেকে শিবকুমারকে লক্ষ্য করে তাঁরা ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। মুখ্যমন্ত্রী কুমারস্বামী, শিবকুমার, অন্যান্য কংগ্রেস ও জেডিএস নেতাদের হাত থেকে বাঁচানোর জন্য সোমবার রাতেই পুলিশকে চিঠি লেখেন বিক্ষুব্ধ বিধায়করা। কুমরাস্বামী এবং শিবকুমার দলবল নিয়ে হোটেলে জোর করে ঢুকে পড়তে পারেন—এমন আশঙ্কার কথাও লিখে মুম্বই পুলিশ প্রধানকে চিঠি দেন ১০ বিধায়ক। সেই চিঠি পাওয়ার পরই ১০০ জন পুলিশ হোটেলের বাইরে মোতায়েন করা হয়। অচলাবস্থা চলতেই থাকছে। কোনো সমাধান সূত্রই বার করতে ব্যর্থ হচ্ছে কর্ণাটকের জোট সরকার।