হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান পদে জিতলেন তৃণমূলের পদপ্রার্থীই। বুধবার হালিশহর পুরসভায় ভোটাভুটি ছিল। সেখানে দেখা যায়, তৃণমূলের পক্ষে ভোট পড়েছে ৯টি। আর বিজেপির ঝুলিতে গিয়েছে ৮টি ভোট।
১৭ বোর্ডের হরিণঘাটা পুরসভা। পুরবোর্ডের ৭ জন কাউন্সিলর আগেই বিজেপিতে যোগদান করেন। যার পরই হরিণঘাটা পুরসভা বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা জোরালো হয়ে ওঠে। বিজেপি দাবি করে, বাকি কাউন্সিলররাও বিজেপির দিকেই পা বাড়িয়ে আছেন। আজ ছিল পুরপ্রধান নির্বাচন।
সকাল থেকে প্রচুর পুলিস দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। পুরপ্রধান নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন ১৭ জন কাউন্সিলর-ই। সেখানে ভোটাভুটির পর দেখা যায় মাত্র আর একজন কাউন্সিলর বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। অর্থাত্ বিজেপির ঝুলিতে গিয়েছে ৮টি ভোট। অন্যদিকে, তৃণমূল পেয়েছে ৯টি ভোট।
সুতরাং এক ভোটের ব্যবধানে হরিণঘাটা পুরসভা পুনরায় দখলে নিয়ে নিল তৃণমূল।