বসিরহাটে বিজেপির গোষ্টীকোন্দল। পোস্টার বিতর্ক যেন পিছু ছাড়ছে না গেরুয়া শিবিরের। সায়ন্তন বসু, গণেশ ঘোষ, দুলাল রায় প্রমুখদের পর এবার পোস্টার পড়ল বিজেপি কাউন্সিলর তপন দেবনাথের বিরুদ্ধে। তপনবাবু বসিরহাট পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বিজেপি–র কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে অনেক আগেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় মানুষ। এবার এ নিয়ে ওই ওয়ার্ডে তপন দেবনাথের নামে পোস্টার পড়েছে। তাতে লেখা, “প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৩ লক্ষ ৬৮ হাজার টাকার বাড়ি ২ লক্ষ ৫০ হাজার টাকার মধ্যে তৈরি করা হচ্ছে কেন, কাউন্সিলর তপন দেবনাথ জবাব দাও। বাকি টাকা (কাটমানি) অবিলম্বে ফেরত দাও”।
তৃণমূলের বসিরহাট দক্ষিণ কেন্দ্রের চেয়ারম্যান, বিধায়ক দীপেন্দু বিশ্বাস বলেন, “আমাদের অত সময় নেই বিজেপি–র বিরুদ্ধে পোস্টার মারব। আমরা এখন এলাকার উন্নয়ন নিয়ে ব্যস্ত। বসিরহাট পুর এলাকা তো বটেই, মহকুমার সর্বত্র রাস্তা, নদীবাঁধ, পানীয় জল, হাসপাতালের পরিকাঠামো–সহ বহুমুখী উন্নয়ন কাজ নিয়ে তৃণমূলের নেতা, কর্মী, জনপ্রতিনিধিদের মাথা ঘামাতে হচ্ছে। বিজেপি–র নেতারা কোথায় কী করছেন, সে–সব দেখার সময় আমাদের নেই”।
দু’দিন আগে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক, বসিরহাটের বিজেপি–র পরাজিত প্রার্থী সায়ন্তন বসু, বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি গণেশ ঘোষ, সম্পাদক দুলাল রায়–সহ ভবতোষ সরকার, সঞ্জীব সরকার রাজ্য নেতা সুব্রত চ্যাটার্জির নামে নির্বাচনে দলীয় তহবিলের টাকা খরচ না করে আত্মসাতের অভিযোগ তুলে পোস্টার পড়ে বসিরহাট শহরে। তার পর আজ আবার কাউন্সিলরের নামে পোস্টার। বিজেপির দলীয় কোন্দল একেবারে রাস্তায়।