মঙ্গলবার বিধানসভায় পুরসভা সংশোধনী বিল নিয়ে আলোচনা হল সেখানেই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন একসঙ্গেই পুরসভার ভোট চায় রাজ্য৷
বারবার ভোট না করে রাজ্যে পুর-নির্বাচনগুলি একসঙ্গে হবে এবং তৃণমূল তাতে বড় ব্যবধানে জয় লাভ করবে, এমনটাই জানালেন ফিরহাদ৷ তিনি আরও জানিয়েছেন, বারবার নির্বাচন হলে কাজের ব্যঘাত ঘটে তাই একসঙ্গে নির্বাচন হলে সকলের সুবিধা৷
আগে পুরসভায় ৬মাস পর্যন্ত প্রশাসক বসানোর অনুমতি ছিল গতকালের নয়া বিল অনুযায়ী এবার থেকে সেই সময় ১২মাস পর্যন্ত বাড়ানো হল৷ এটা ছাড়াও কাউন্সিলার নির্বাচিত না হয়ে পুরসভায় কেউ চেয়ারম্যান হতে পারেন৷ পরে তাঁকে ৬ মাসের মধ্যে জিতে আসতে হবে৷
এদিন বিজেপির উদ্দেশ্যে ফিরহাদ বলেন, পশ্চিমবঙ্গের পরিবেশ আমরা নষ্ট হতে দেব না৷ হালিশহর পুরসভার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘হুমকি দিয়ে আমাদের কাউন্সিলারদের নিয়ে যাওয়া হয়েছিল৷ তাঁরা আজ আবার ফিরে এসেছেন৷ “৷