কাটমানি নিয়ে টানাপোড়েন লেগেই আছে রাজ্যজুড়ে। এইবার সেই নিয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার পঞ্চায়েত স্তরে। এখন থেকে পঞ্চায়েত স্তরে সব কাজ করাতে হবে টেন্ডার ডেকে। শুধু কাজ করানো নয়, ১০০ দিনের কাজের জবকার্ড তৈরি করা বা গ্রাম পঞ্চায়েত স্তরে কোনও কিছু কিনতে গেলেও তার দাম সংক্রান্ত তথ্যও নির্দিষ্ট সফ্টওয়্যারে আপলোড করতে হবে। এমনই নির্দেশিকা দিয়েছে পঞ্চায়েত দফতর।
কাটমানির অভিযোগ আটকাতে টেন্ডারেই ভরসা করছে পঞ্চায়েত দফতর। এবার থেকে সব কাজ করতে হবে টেন্ডার ডেকে। টেন্ডার ছাড়া কোনও কাজ করা যাবে না। এতদিন পঞ্চায়েত স্তরে ছোটোখাট কাজের ক্ষেত্রে টেন্ডার ছাড়াই কাজের বরাত দেওয়া হত। এইবার সেই নিয়মে পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার।
এমনকি ছোটোখাট কাজের বরাত দেওয়ার ক্ষেত্রেও সতর্ক পঞ্চায়েত দফতর। শুধু তাই নয়। সূত্রের খবর, দফতরের আরও নির্দেশ টেন্ডার ডাকার পর দফতরের যে ‘সিকিওর সফ্টওয়্যার’ আছে, তাতে সব তথ্য আপলোড করতে হবে। এরপর রাজ্য পঞ্চায়েত দফতর সেই তথ্য খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে, তবেই সেই টেন্ডার অনুযায়ী কাজের বরাত দেওয়া যাবে। কাজের টেন্ডারের পাশাপাশি ১০০ দিনের কাজের জবকার্ড তৈরি করা বা গ্রাম পঞ্চায়েত স্তরে কোনও কিছু কিনতে গেলে তার দাম সংক্রান্ত তথ্যও ওই সফ্টওয়্যারে আপলোড করতে হবে। কোনোভাবেই কোনো অন্যায় যে সহ্য করা হবে না এমনই বার্তা দিয়েছিলেন দলনেত্রী। সেই বার্তাই সত্যি করতে উদ্যোগী রাজ্য সরকার।