কলেজে দ্বিতীয় বর্ষের ফর্ম ফিল-আপ ঘিরে অশান্তির সৃষ্টি করল এবিভিপি৷ এবিভিপিশ সংঘর্ষের জেরে তৃণমূলের কমপক্ষে ৩০ জন জখম হয়েছেন বলে খবর।
ঘটনাটি ঘটেছে হুগলির ধনেখালি শরৎ সেন্টিনারি কলেজে। সংঘর্ষের সময় ছাত্রীদের ‘ধর্ষণের’ হুমকি দেওয়া হয় এমন অভিযোগ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে৷
তৃণমূল ছাত্র পরিষেদর অভিযোগ, ফর্ম ফিল-আপ চলার সময় আচমকাই তাঁদের উপর হামলা চালায় এবিভিপি-র ছাত্ররা। উইকেট দিয়ে মারা হয় তাঁদের। মেয়েদেরও উত্যক্ত করা হয় বলে অভিযোগ৷