সমস্ত জল্পনাকে সত্যি করে দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের দিনই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, রেল এবং বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারিকরণের পথেই হাঁটতে চলেছে কেন্দ্র। তবে তা যে এত তাড়াহুড়ো করেই হবে, তা বোধহয় ভাবতে পারেনি কেউই। হ্যাঁ, খুব শীঘ্রই নয়াদিল্লী-লখনউ তেজস এক্সপ্রেস হতে চলেছে ভারতের প্রথম ট্রেন, যা সম্পূর্ণ বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে। বিরোধীদের আপত্তি এবং বিভিন্ন রেল ইউনিয়নের বিরোধীতা সত্ত্বেও আগামী ১০০ দিনের মধ্যে দুটি ট্রেন বেসরকারি ভাবে চালানোর উদ্যোগ নিয়েছে রেল।
ভারতীয় রেল সূত্রের খবর, বেসরকারি হাতে তুলে দেওয়ার আগে এই দুটি ট্রেন পরিচালনার জন্য নীলাম ডাকা হবে। রেল সূত্রে আরও জানা গেছে, আপাতত আগামী ১০০ দিনের মধ্যে পরীক্ষামূলকভাবে এই দুটি ট্রেন বেসরকারি হাতে তুলে দেওয়া হবে। পরে অন্যান্য ট্রেনের বিষয়ে ভাবনা চিন্তা করা হবে। দিল্লী-লখনউ রুটে বর্তমানে ৫৩টি ট্রেন চললেও এখনও পর্যন্ত এই রুটে রাজধানী জাতীয় কোনো ট্রেন নেই। গত ৪ জুলাই এক বৈঠকে ঠিক করা হয়েছে আগামী ১০ জুলাইয়ের মধ্যে বেসরকারি হাতে তুলে দেবার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
স্বাভাবিকভাবেই এ কথা প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গেছে জোর বিতর্ক। ইতিমধ্যেই একাধিক রেলওয়ে ইউনিয়নের পক্ষ থেকে ট্রেনের বেসরকারিকরণের প্রতিবাদ জানানো হয়েছে। প্রয়োজনে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেও জানিয়েছেন ইউনিয়ন নেতৃবৃন্দ। উল্লেখ্য, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এই আশঙ্কা প্রকাশ করেছিলেম যে, বিজেপি ক্ষমতায় ফিরলেই রেলের বেসরকারিকরণের মতো বড় সিদ্ধান্ত নিতে পিছপা হবে না তারা। তাঁর সেই আশঙ্কাই এবার সত্যি হল।