গত মাসেই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। তখনই জানা গিয়েছিল ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করবেন ‘আচ্ছে দিন’-এর ‘থিঙ্কট্যাঙ্ক’। দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দিয়েছেন ইলেকশন স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর। আর তাঁর সৌজন্যেই রাজ্যের রাজনীতিতে আপাতত সবচেয়ে চর্চিত বিষয় ‘ইয়ুথ ইন পলিটিক্স’। মমতার হয়ে প্রচার প্রস্তুতির কাজের প্রথম পদক্ষেপ হিসেবে যুব সম্প্রদায়কে তৃণমূলে যোগ দেওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রশান্ত। এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতির অন্দরে।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্য আনতে নিজের ক্যারিশ্মার পাশাপাশি এই প্রশান্তের ওপরেই ভরসা করছেন মমতা৷ ইতিমধ্যেই নবান্নে প্রশান্তের সঙ্গে দুবার বৈঠক করেছেন তিনি৷ তখনই প্রশান্ত জানায়, তাঁর প্ল্যান তৃণমূলের হয়ে ৫ লাখ যুবককে রাজনীতিতে যোগ দেওয়ানো৷ যাঁরা আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রচার করবে, কাজ করবে৷ ইয়ুথ ইন পলিটিকস এই উদ্যোগে প্রাথমিক ভাবে প্রতিদিন পাঁচ হাজার যুবককে যোগদান করানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সেই সংখ্যা পরবর্তী কালে ১০ হাজার ছুঁতে পারে৷ এদের নিয়ে একটা টিম তৈরি করার কথা ভেবেছেন প্রশান্ত কিশোর৷
জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে এই টিম তৈরি করে ফেলার পরিকল্পনা নিয়েছেন প্রশান্ত৷ আর টিমের প্রশিক্ষণ কাজ শেষ করতে চাইছেন আগামী ১৫ মাসের মধ্যে৷ ফলে তৃণমূল ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের এই উদ্যোগকে নিজেদের সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে শুরু করে দিয়েছে৷ উল্লেখ্য, গত ২০০৪ সালে মোদী ঝড়ের কাণ্ডারি ছিলেন প্রশান্ত৷ গেরুয়া শিবিরের যাবতীয় নেতাদের উত্থানের পিছনে এই প্রশান্ত কিশোরের অবদান বারবারই খবরের পাতায় উঠে এসেছে৷ তাই সন্ত্রাসের পরিবেশ তৈরি করে বাংলা দখলে মরিয়া বিজেপিকে ঠেকাতে প্রশান্ত কিশোরকে ব্যবহার করে কিছুটা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার ব্যবস্থা করে রাখতে চাইছেন তৃণমূল নেত্রী৷