গতকাল ম্যাঞ্চেস্টারে চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। টসে জিতে ব্যাটিং নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তাঁদের ব্যাটিং যখন ৪৬ ওভার শেষ হয়ে ৪৭ ওভারের দিকে গড়াচ্ছে, ঠিক তখনই শুরু হয় বৃষ্টি। অনেকক্ষন অপেক্ষা করেও আর শুরু করা যায়নি খেলা। নিয়ম অনুযায়ী, আজ সেকেন্ড ডে তে শুরু হবে আবার সেই খেলা।
এবারের বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। বৃষ্টির জন্য যেখানে খেলা বন্ধ হবে, পরেরদিন সেখান থেকেই শুরু হবে খেলা। আর রিজার্ভ ডেও যদি বৃষ্টিতে ধুয়ে যায়, তাহলে গ্রুপ লীগে পয়েন্টে এগিয়ে থাকা দল ফাইনালে যাবে। সেক্ষেত্রে বৃষ্টিতে দু’দিনই ম্যাচ ভেস্তে গেলে ভারত চলে যাবে ফাইনালে।
একই কথা প্রযোজ্য অস্ট্রেলিয়া–ইংল্যান্ড ম্যাচেও। কারণ এজবাস্টনেও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ম্যাচ ভেস্তে গেলে আবার অস্ট্রেলিয়া চলে যাবে ফাইনালে। পয়েন্টে ইংল্যান্ডের থেকে এগিয়ে থাকার সুবাদে। কিন্তু ফাইনালেও যদি বৃষ্টি হয়? সেক্ষেত্রে কি করবে আইসিসি? নিয়মানুযায়ী, ফাইনালও যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে সেই ম্যাচেরও আরেকটি রিজার্ভ ডে থাকবে। কিন্তু সেই ম্যাচও ভেস্তে গেলে ফাইনাল খেলা দুই দলকেই যুগ্মবিজয়ী ঘোষণা করবে আইসিসি।