একদিকে বলেন, স্বচ্ছ ভারত গড়বেন। নতুন ভারত গড়বেন। অন্যদিকে, হাজার একটা আস্থা দেওয়া কেন্দ্রীয় সরকারের হাতে দেশে কতজন কৃষক আত্মহত্যা করেছেন সে বিষয়ে কোনও তথ্য নেই! রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মোদী উন্নয়নের ভিতই এখনো শক্ত করে উঠতে পারেননি। সংসদের প্রশ্নোত্তর পর্বে কংগ্রেস সাংসদ গৌরব গগৈয়ের প্রশ্নের উত্তর দিতে পারল না কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় কৃষি রাষ্ট্র মন্ত্রী পুরুষোত্তম রূপালা বলেন, “কেন্দ্রের কাছে কৃষক আত্মহত্যার শেষ তথ্য আছে ২০১৫ সাল পর্যন্ত। তারপরের বছর গুলোর কৃষক আত্মহত্যার কোনও রেকর্ড নেই”। এই ইস্যুতে এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে নিজের রাজ্য মহারাষ্ট্রের প্রসঙ্গে বলেন, “সরকারি তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে গড়ে প্রতিদিন ৮ জন কৃষক আত্মহত্যা করেন। এদিকে বাজেটে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে কিভাবে মোদী সরকার দেশের কৃষকের আয় বাড়াবে?” ‘কৃষকের আত্মহত্যা প্রতিরোধ সরকারের নীতি’ বিষয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীকে রশ্ন করেছিলেন সাংসদরা। তিনি কোনও সঠিক উত্তর দিতে পারেননি।