আর কিছু ক্ষণ পরই শুরু হতে চলেছে বিশ্বকাপ ২০১৯-এর নকআউট পর্ব। কিন্তু আবহাওয়ার রিপোর্ট শুনে বেজায় হতাশ ক্রিকেট ভক্তরা। কারণ বৃষ্টির ভ্রুকুটি থাকছে ভারত বনাম নিউজিল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ ঘিরে। এমনটাই জানিয়েছে ম্যানচেস্টারের আবহাওয়া দফতর। সমর্থকদের প্রশ্ন লিগের মতো বৃষ্টিতে ভারত-নিউজিল্যান্ড লড়াই পণ্ড হলে কী হবে?
ট্রেন্ট ব্রিজে ভারত-নিউজিল্যান্ড লড়াই বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগ হয়ে যায়৷ তবে লিগে না-থাকলেও সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে রয়েছে আইসিসি৷ সুতরাং মঙ্গলবার বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড ম্যাচ না-হলে খেলা হবে বুধবার৷ রিজার্ভ ডে-তে পুরো খেলার সম্ভাবনা থাকছে আইসিসি-র নিয়মে৷ কিন্তু রিজার্ভ ডে-তেও যদি বৃষ্টির চোখরাঙানিতে ম্যাচ শুরু না-হয় তাহলে কী হবে? এই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে সমর্থকদের মনে৷
ভারতীয় সমর্থকদের জন্য অবশ্য রয়েছে সুখবর৷ কারণ বৃষ্টিতে দু-দিনের মধ্যে খেলা শুরু না-হলে লিগ টেবলে আগে থাকার কারণে সরাসরি ফাইনালে চলে যাবে টিম ইন্ডিয়া৷ কারণ ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিগ শেষ করেছে কোহলি অ্যান্ড কোং৷