শক্তির সঙ্গে বুদ্ধির বিবাদ নাকি প্রকৃতির সঙ্গে মানুষের লড়াই? আদতে বেঁচে থাকার লড়াই, ভালো থাকার লড়াই৷ কিন্তু এই লড়াইয়ের ফল ভোগ করছে অবলা প্রাণীকুল। মহারাষ্ট্রের ব্রহ্মপুরী ডিভিশনের মেটেপুর গ্রামের এমনই এক অমানবিক ঘটনা সামনে এসেছে।
চিমুর অভয়ারণ্য এলাকায় সোমবার সকালে পাওয়া গিয়েছে একটি বাঘিনী ও তার দুই ছানার দেহ। বনকর্তাদের অনুমান, এই তিনটি প্রাণীকেই বিষ দিয়ে হত্যা করা হয়েছে। এদের দেহের সামনেই পাওয়া গিয়েছে একটি আধখাওয়া হরিণের শরীর। মনে করা হচ্ছে, হরিনের মাংসে কেউ বিষ মিশিয়ে দিয়ে এদের হত্যা করেছে। সোমবার সকাল থেকেই এই তিন প্রাণীর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
নেটিজেনরা বন্যপ্রাণী রক্ষা ও সংরক্ষণের বিষয়ে প্রশাসনিক উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে এই ঘটনাই প্রথম নয়, কদিন আগেই একটি চিতাবাঘকে মেরে গাছের ডালে ঝুলিয়ে দেওয়ার নৃশংস ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়।