দেশে নয়, মোদীর নিজের রাজ্যেও নেই বাক স্বাধীনতা। এ যেন এক নতুন রকম জুলুমবাজি। ভারত একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে সর্ব ধর্ম সমন্বয়ের মানুষের বাস। সেই কথা বেমালুম ভুলে গিয়ে কেন্দ্রে জাকিয়ে বসে মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে বিজেপি, তাঁর আরও একবার প্রমাণ পাওয়া গেল। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠল খোদ গুজরাতেই।
সরকারি কাজের মান নিয়ে প্রশ্ন তোলায়, খবর করায় সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠল প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও তাঁর দলবলের বিরুদ্ধে। এমনকি হেনস্তার শিকার হতে হয়েছে সাংবাদিকের স্ত্রী এবং তাঁর দেড় বছরের শিশুকেও।
ভালসাদের ভাগদাওয়াড়ার বাসিন্দা হর্ষদ আহির ‘গুজরাত মিত্র’ নামে একটি সংবাদ পত্রের সিটি ব্যুরো চিফ। পুলিশ সুত্রে খবর, শনিবার রাতে ৩৪ বছরের অই সাংবাদিক ও তাঁর স্ত্রী কেতনার (৩০) উপর চড়াও হয় তিন ব্যক্তি। এমনকি সাংবাদিকের ঘরে ঢুকে তাঁর স্ত্রী-সহ তাঁকে হেনস্তা করা হয়। লাথি মারা হয় তাঁর শিশু কন্যাকেও।
হর্ষদ জানান, ভাগদাওয়ারা গ্রামে একটি পুকুরকে কেন্দ্র করে কাজ করা হয়েছিল। কিছুদিন আগে সেই সরকারি কাজের মান নিয়ে প্রশ্ন তুলে খবর করেন। ওই খবরের জেরেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে মনে করছেন তিনি। তাঁর কথায়, “আমি কেন ওই খবর লিখেছি, তার কৈফয়ত চায় তিনি। আমাকে খুন করার হুমকিও দেন”।