ভোটের আগে বেকারত্বের প্রশ্ন সামনে এসেছে বারবার। মমতা সরকারের দাবি কর্মসংস্থান হয়েছে অনেক। কেন্দ্রীয় সরকারের আর্থিক রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে বেকারত্বের হার দেশের গড়ের তুলনায় অনেক কম। আর তাই বেকারত্ব নিয়ে কেন্দ্রের মোদী সরকারের অস্বস্তি বাড়লেও স্বস্তি মমতা সরকারের।
সম্প্রতি বিধানসভায় বিবৃতি দিয়ে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শুধু বিবৃতি দেওয়া নয়, এই বিষয়ে বিস্তারিত পরিসংখ্যানও বিধানসভায় তিনি পেশ করেছেন। এরপরে পার্থবাবু জানিয়েছেন, দেশের মধ্যে মমতার বাংলায় বেকারত্বের হার অনেক কম। কারণ বাংলার মুখ্যমন্ত্রী এই বিষয়ে বেশ সচেতন। সার্বিকভাবে ভারতের অন্যান্য রাজ্যে বেকারত্বের হার ৬.১ শতাংশ। কিন্তু সেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তা ৪.৬ শতাংশ।
পরিসংখ্যান পেশ করে তিনি জানান, গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের থেকে বাংলায় বেকারত্বের হার অনেক কম। কারণ মমতা সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ দিশা তৈরি করেছে। আর সেই দিশা অনুযায়ী রাজ্যে বেকারত্বের হার অনেকটাই কমে গিয়েছে বলে দাবি করেছেন তৃণমূলের মহাসচিব।