জেলা পরিষদে নিয়মিত অডিট হলেও গ্রাম পঞ্চায়েতে তুলনামূলক কম হয়৷ তাই এবার স্বচ্ছতার লক্ষ্যে, প্রতি বছর সমস্ত গ্রাম পঞ্চায়েত অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরাদ্দ টাকার সবটাই প্রকল্পে খরচ হচ্ছে তা খতিয়ে দেখার জন্য একটি বেসরকারি সংস্থাকে নিয়োগ করা হচ্ছে৷ পুজোর আগেই ওই সংস্থা কাজ শুরু করবে৷
১০০ দিনের কাজ, বাংলার বাড়ি, বাংলার গ্রামীণ সড়ক যোজনা মতো কেন্দ্র ও রাজ্য সরকারের প্রায় ২৫ টি প্রকল্প ও কর্মসূচি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে রূপায়িত হয়। এই প্রকল্প রূপায়নে কোনও খামতি আছে কিনা এবং প্রকল্প খাতে বরাদ্দকৃত টাকা খরচের পুঙ্খানুপুঙ্খ হিসেব নেওয়া হবে এই অডিটে। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর থেকে অডিট পর্ব শুরু হবে। শুধু অডিট নয়, দুর্নীতি ঠেকাতে এবং নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করার জন্য বেশ কিছু পদক্ষেপ করেছে সরকার। তাই সবকিছু যাতে যথাযথ ভাবে হয় তাই এই সিদ্ধান্ত নিলেন মমতা।