শিক্ষক ছাত্রীর সম্পর্ক ভীষণ পবিত্র এক সম্পর্ক। কিন্তু কখনও কখনও সেই সম্পর্কের পবিত্রতা, মাধুরতা হারিয়ে যায়। এবার যার সাক্ষী থাকল শহর কলকাতা। গান পয়েন্টে রেখে ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক গৃহ শিক্ষকের বিরুদ্ধে। জানা গিয়েছে, দিনের পর দিন ছাত্রীকে বন্দুক দেখিয়ে এই কাজ করতেন রাজীব চক্রবর্তী নামে ওই শিক্ষক। অবশেষে গৃহশিক্ষকের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে কলকাতার ইংরাজী মাধ্যম স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী। তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।
নেতাজিনগরে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। তার বিরুদ্ধে আগেও ছাত্রীদের উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল বলে পুলিশ সূত্রে খবর। ধৃত শিক্ষকের বাড়ি থেকে দুটি কার্তুজও উদ্ধার হয়েছে। নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। করা হচ্ছে ডাক্তারি পরীক্ষা। কিশোরীর বাড়ির লোকের সঙ্গেও কথা বলছে বাঁশদ্রোণী থানা।
পুলিশ জানিয়েছে, বেশ কিছু দিন ধরেই রাজীবের লালসার শিকার ওই নাবালিকা। জানা গিয়েছে, ওই ছাত্রীর বিজ্ঞান বিভাগের পড়া দেখিয়ে দিত অভিযুক্ত রাজীব। সোমবার মেয়েটির পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় বাঁশদ্রোণী থানায়। তার পরেই গ্রেফতার করা হয়েছে ৪২ বছরের ওই গৃহশিক্ষককে। আজ, মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হবে তাঁকে।
জানা গিয়েছে, ওই শিক্ষকের বাড়িতে গত কয়েক বছর ধরে পড়তে যায় ছাত্রীটি। অভিযোগ, সেখানেই রীতিমতো বন্দুক দেখিয়ে তার উপর নিয়মিত যৌন নির্যাতন করতেন ওই গৃহশিক্ষক।আরও অভিযোগ, ঘটনার কথা জানাজানি হলে ছাত্রীকে গুলি করে প্রাণনাশের হুমকিও দেন তিনি।