আগামী ১৪ জুলাই পালিত হবে বনমহোৎসব। গাছ লাগানো যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই বার্তা দিতেই এবার গান বাঁধলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবছর জুলাই মাসের প্রথম দিকে দেশজুড়ে বনমহোৎসব উদযাপন করা হয়। বনদপ্তরের সঙ্গে আলাপ আলোচনার পর এবছর আগামী ১৪ জুলাই ডায়মন্ড হারবারে বনমহোৎসব দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তবে শুধু ডায়মন্ড হারবারই নয়, রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গা যেমন শিলিগুড়ি, বাঁকুড়া, বিষ্ণুপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুরের বনাঞ্চলগুলিতেও অনুষ্ঠিত হবে বনমহোৎসব। সেই অনুষ্ঠানের আগে বিষয়টি সকলের মধ্যে ছড়িয়ে দিতে গান বেঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লেখা ৪ মিনিটের এই গানটি গেয়েছেন বাংলার সাতজন শিল্পী। প্রশাসন সূত্রে খবর, এই গানের মাধ্যমে জেলায় জেলায় বনমহোৎসবের প্রচার করা হবে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় বনমহোৎসবের সময়ে ঘটা করে হাজার হাজার গাছ লাগানো হলেও উপযুক্ত পরিচর্যার অভাবে তা বাঁচে না। এছাড়াও গাছ লাগানো ও গাছের পরিচর্যা সম্পর্কে মানুষকে সচেতন করতে জনবহুল এলাকায় ফ্লেক্স-ব্যানার, হোডিং ছাড়াও বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করা হয়। এবছর সচেতনতা বাড়াতে তাই গান বাঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।