গত ১৩ দিনে ৭ টি বিল পাশ হয়েছে লোকসভায়। তবে উভয়পক্ষের সম্মতিতে নয়। সবকটি বিলই পাশ হয়েছে অর্ডিন্যান্সের পথে। এই ঘটনারই তীব্র সমালোচনা করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
এই প্রসঙ্গে মঙ্গলবার সকালে একটি টুইট করেন ডেরেক। সেখানে তিনি লিখেছেন, ‘সংসদে গত ১৩ দিনে ৭ টি বিল পাশ হয়েছে। সবকটি বিলই পাশ হয়েছে অর্ডিন্যান্সের পথে। ৭ টি বিলের কোনওটাই বিধানিক তদন্তের জন্য পাঠানো হয়নি। আর সরকার যাবতীয় ‘কৃতিত্ব ছিনতাই’ করেছে। গঠনমূলক বিরোধিতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এটা নজরে রাখুন’।
প্রসঙ্গত, সংসদে আধার, মিডিক্যাল কাউন্সিল বিল থেকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে সংরক্ষণের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিল মোদী সরকারকে সংশোধনী এনে পাশ করিয়েছে। প্রতিটা বিলের ক্ষেত্রেই প্রবল আপত্তি তুলেছিল বিরোধীরা। এমনকী আধার নিয়ে সুপ্রিম কোর্টেও যেতে হয়েছিল মোদী সরকারকে। আবার মেডিক্যাল কাউন্সিল বিলকে বিরোধীরা ‘দানবিক আইন’ আখ্যা দিয়েছিল। এদিনের টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার চালানোর এই রীতিরই তীব্র সমালোচনা করেছেন ডেরেক।