তৃণমূলে যে কোনও মুহূর্তে অস্ত যেতে পারেন সব্যসাচী। ইতিমধ্যে সেই পূর্বাভাস দিয়েছেন ফিরহাদ হাকিম। আজই সব্যসাচীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছে তৃণমূল। এই নিয়ে টানটান উত্তেজনা বিধাননগর পুরনিগমে। বিধাননগরের মেয়র তথা তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে দলীয় নেতৃত্ব যে পুরোদস্তুর ব্যবস্থা নিতে তৈরি, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে বিধাননগরের কাউন্সিলরদের বৈঠকের পরে রবিবারই তা পরিষ্কার হয়ে গিয়েছিল।
আজ দুপুর একটার পর চেয়ারপার্সনের কাছে অনাস্থা প্রস্তাব জমা পড়ার কথা রয়েছে। প্রস্তাবে ইতিমধ্যেই এক তৃতীয়াংশ কাউন্সিলরের সই রয়েছে বলে তৃণমূল সূত্রে দাবি করা হয়েছে। এদিন বেলা একটার পর পুরনিগমে যাবেন সব্যসাচী দত্ত। বেলায় পুরনিগমে যাবেন চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীও। ইতিমধ্যেই পুরনিগমে পৌঁছে গিয়েছেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়।
যেভাবে দলবিরোধী কাজকর্ম করতে শুরু করেছিলন সব্যসাচী পুর-অধিবেশনে অনাস্থা প্রস্তাব এনে মেয়রকে সরানো ছাড়া অন্য উপায় ছিল না। সেই লক্ষ্যে ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে সামনে রেখে শুরু হয় কাউন্সিলরদের ‘ঐক্য’ গড়ার কাজ। দলের অন্দরে হাওয়া উঠে যায় তাপসবাবুই পরবর্তী মেয়র পদে প্রথম পছন্দ।
গতকাল সব্যসাচীর আচরণকে কটাক্ষ করে তাঁকে মীরজাফর বলে অভিহিত করেছিলেন ফিরহাদ, ফোন করে দল ছেড়ে চলেও যেতে বলেছিলেন। পার্থ চট্টোপাধ্যায়ও বলেছিলেন ভুল লোকের পরামর্শ মানলে ভুল পথেই চালিত হতে হয়। এবার আজকের এই প্রস্তাব জমা পড়ার পরে সব্যসাচী প্রসঙ্গ কোনদিকে গড়ায় এখন তার অপেক্ষা।