আর ঠিক এক সপ্তাহ পরেই শুরু হবে অ্যামাজন প্রাইম সেল ২০১৯। আজ অবধি অ্যামাজনের এটিই সবথেকে বড় সেল হতে চলেছে। আর এই বড় সেলে বড় রকমের অফার দিতে চলেছে অ্যামাজন।
১৫ জুলাই থেকে শুরু হয়ে এই বিরাট সেল চলবে ১৬ জুলাই অবধি। বিশেষ অফারের সঙ্গে থাকছে আকর্ষণীয় সব ছাড়, স্মার্টফোন, টিভি এবং আরও নানান সামগ্রীর উপরেই ছাড় এবং অফার পেতে চলেছেন ব্যবহারকারীরা। অ্যামাজনের তরফে বলা হয়েছে যে, মোট দশটি ফোনের উপর ছাড় দেওয়া হবে। সেই ছাড়ের তালিকায় রয়েছে আকর্ষণীয় এবং হালেফিলে লঞ্চ করেছে এমন সব ফোন।
তালিকায় রয়েছে আইফোন সিক্সএস প্লাস এবং আইফোন এক্স। এই মুহূর্তে যাদের দাম ৩৩,৭৪৯ টাকা এবং ৬৮,৯৯৯ টাকা। এই হ্যান্ডসেট দুটিও মিলবে খুবই কম দামে। খুব সম্প্রতি মার্কেটে লঞ্চ করেছে ওয়ানপ্লাস সেভেন প্রো। বাজারে এই মুহূর্তে যে হ্যান্ডসেটের দাম ৪৮,৯৯৯ টাকা। প্রাইম ডে সেলে এই ফোনটিরও দামে বিশেষ ছাড় দেওয়া হবে। ছাড় মিলবে ওয়ানপ্লাস সিক্স মডেলটি কিনলেও।
অ্যপল আইফোন এক্সআর যার বর্তমান মূল্য ৫৮,২৯৯ টাকা, সেই ফোনটিই সেলে অনেক কম দামে পাওয়া যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের অফারে ৫৩,৯৯০ টাকাতেই মিলবে এই স্মার্টফোন।