পেরুকে উড়িয়ে দিয়ে ১২ বছর পর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে সেলেকাওরা। এই ট্রফি জয়ের সঙ্গে সঙ্গেই অনন্য রেকর্ড গড়ে ফেললেন ব্রাজিলের রাইট ব্যাক দানি আলভেজ। ৩৬ বছর বয়সী এই তারকার ট্রফি ক্যাবিনেটে ট্রফির সংখ্যা দাঁড়াল ৪০।
পৃথিবীর একমাত্র ফুটবলার, যিনি দেশ ও ক্লাবের জার্সি গায়ে চল্লিশটি ট্রফি জিতেছেন। ২০০২ সালে ব্রাজিলের বাহিয়া থেকে অন্যতম প্রাচীন স্প্যানিশ ফুটবল ক্লাব সেভিয়ায় গিয়েছিলেন আলভেজ। সেখানে খেলেছিলেন টানা ৬ বছর। আর সেই ৬ বছরে সেভিয়ার জার্সি গায়ে জিতেছিলেন দুটি উয়েফা কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি কোপা দেল রে এবং একটি সুপার কোপা।
সেভিয়া থেকে ২০০৮-এ বিরাট পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনায় যান এই ডিফেন্ডার। কাটিয়েছেন ৮ টা মরশুম। এই ৪০টি ট্রফির মধ্যে আট বছরে বার্সার জার্সিতেই জিতেছেন ২৩টি ট্রফি। সেই তালিকায় রয়েছে ৬ টি লা লিগা, ৪ টি কোপা দেল রে, ৪ টি সুপার কোপা, ৩ টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩ টি ক্লাব ওয়ার্ল্ড কাপ এবং ৩ টি উয়েফা সুপার কাপ।
১৪ বছর স্পেনে কাটানোর পর ২০১৬ তে দানি আলভেজ পাড়ি দেন ইতালিতে। সেখানকার বিখ্যাত ক্লাব জুভেন্তাসে সই করেন পাঁচ ফুট আট ইঞ্চির এই ব্রাজিলীয় ফুটবলার। এক মরসুম ছিলেন সেখানে। কিন্তু সে বছর জোড়া ট্রফি জেতেন তিনি। ১ টি সিরিয়া লিগ এবং ১ টি কোপা ইতালিয়া।
২০১৭-তেই জুভেন্তাস ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে যান দানি আলভেজ। এখনও তিনি সেখানেই খেলছেন। ২ মরশুমে পিএসজি জার্সিতেও তাঁর প্রাপ্তির পরিমাণ কম নয়। জিতেছেন ২ টি লিগ ওয়ান, ২ টি ট্রফি ডি ক্যাম্পিওয়া, ১ টি করে কা ডি লা লিগ এবং কাপ ডি ফ্রান্স। একইভাবে ক্লাবের জার্সির পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সফল দানি আলভেজ। রয়েছে ২ টি কনফেডারেশন কাপ এবং ২ টি কোপা আমেরিকা।
ফুটবলার হিসেবে তাঁর উঠে আসার লড়াইও কম ছিল না। কফি ক্ষেতের সাধারণ মজুরের ছেলের এমনও দিন গিয়েছে, যখন বুট কেনার সামর্থ্য ছিল না। অন্যের থেকে চেয়ে নিয়ে বুট পরে মাঠে নামতে হতো। শুধু বিপক্ষের ফরওয়ার্ড নয়, অভাবকেও ট্যাকল করে সাইডলাইনের ধারে ছিটকে দিয়েছেন দানি। এহেন বিরল রেকর্ড তৈরির পর দানি বলেছেন, “আমি খেলি টিমের জন্য। আজ প্রতিটা টিমের জয়ই আমাকে এই রেকর্ডে পৌঁছে দিয়েছে। আমি সমস্ত সতীর্থদের কাছে কৃতজ্ঞ।”