তৃণমূলে যে কোনও মুহূর্তে অস্ত যেতে পারেন সব্যসাচী। ইতিমধ্যে সেই পূর্বাভাস দিয়েছেন ফিরহাদ হাকিম। এখন শুধু অপেক্ষা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলমোহরের। সব্যসাচী প্রসঙ্গে ফিরহাদ বললেন, “ ও তৃণমূলে আছে কেন? দল ছেড়ে দিক”। এই পরিস্থিতির মধ্যেই মুকুল রায়ের সঙ্গে সব্যসাচীর সাক্ষাৎ প্রসঙ্গে তাঁকে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায়।
সব্যসাচীকে একহাত নিয়ে পার্থ মন্তব্য করেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি নষ্ট হলে দল চুপ করে বসে থাকবে না, কাউকে ছেড়ে দেওয়া হবে না। লুচি-আলুরদম খেয়ে রাজনীতি করি না।’ একইসঙ্গে, মুকুলের সঙ্গে সাক্ষাৎ নিয়ে তিনি বলেন, ‘ভুল লোকের পরামর্শ নিলে সে ভুল পথেই যাবে। মনে রাখতে হবে, দলের থেকে কোনও ব্যক্তি বড় হতে পারে না’।
উল্লেখ্য, এদিন সরাসরি বিধাননগরের মেয়র তথা নিউটাউনের বিধায়ককে সরাসরি মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। গতকাল বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে তাঁর বৈঠক এবং চা-জলপানের পরই এদিন এই নির্দেশ আসে কলকাতা পুরসভার মেয়রের তরফ থেকে। প্রসঙ্গত, গতকালই বিধাননগরের ৩৬ জন কাউন্সিলরের সঙ্গে বৈঠকের পর ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়কে মেয়রের দায়িত্ব দেওয়া হয়।
অন্যদিকে আজ খানিকক্ষণ আগেই সব্যসাচী দত্তকে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম৷ ফোনে সব্যসাচীকে মেয়র পদ ছাড়ার নির্দেশ দেন তিনি৷ জানা গেছে, তিনি সব্যসাচীকে পরিস্কার জানিয়ে দিয়েছেন অন্যথায় অনাস্থা এনে আইনী প্রক্রিয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হবে। রবিবারই তৃণমূল ভবনে বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ই সামলাবেন বিধাননগরের মেয়রের দায়িত্ব৷ যদিও সব্যসাচীর দাবি, তাঁর কাছে কোনও বার্তা আসেনি৷