সব্যসাচী দত্তকে বিধাননগরের মেয়রের পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম৷ ফোনে সব্যসাচীকে মেয়র পদ ছাড়ার নির্দেশ দেন তিনি৷ জানা গেছে, তিনি সব্যসাচীকে পরিস্কার জানিয়ে দিয়েছেন অন্যথায় অনাস্থা এনে আইনী প্রক্রিয়ায় তাঁকে সরিয়ে দেওয়া হবে। রবিবারই তৃণমূল ভবনে বৈঠকে ঠিক হয়ে গিয়েছিল, ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ই সামলাবেন বিধাননগরের মেয়রের দায়িত্ব৷ যদিও সব্যসাচীর দাবি, তাঁর কাছে কোনও বার্তা আসেনি৷
সব্যসাচী দত্তকে নিয়ে বিতর্কের মাঝেই বিধাননগরের মেয়রের কাজকর্ম শুরু করে দেন ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়৷ তাপসের কথায়, ‘আইনি বাধ্যবাধকতা রয়েছে৷ তা মাথায় রেখেই কাজ করছি’৷
উল্লেখ্য, রবিবার রাতেই সল্টলেকের একটি ক্লাবে একসাথে নৈশভোজ সারেন বিজেপি নেতা মুকুল বায় ও বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত। সেখানে সব্যসাচীকে পাশে বসিয়েই মুকুল রায় তাঁর পক্ষ নিয়ে তীব্র আক্রমণ করেন তৃণমূলকে। কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী এই নৈশভোজের প্রসঙ্গ তুলে এদিন বলেন, সব্যসাচী দল বিরোধী কাজ করেছেন, এটা দল মেনে নেবে না।