অবশেষে এক যুগের খরা কাটল ব্রাজিলের। ২০০৭ সালের পর অবশেষে কাল মাঝরাতে এস্তোদিও মারাকানায় পেরুর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়ে কোপার শিরোপা হাতে তুলে নিয়েছে সেলেকাওরা। তবে শুধু এতেই থেমে থাকা নয়। তৈরি হয়েছে একটা নতুন রেকর্ডও। একুশ শতক অর্থাৎ ২০০০ সাল থেকে এখনো অবধি ব্রাজিল টিম সাতটি আন্তর্জাতিক ট্রফি জয় করে ফেলেছে। যার মধ্যে রয়েছে বিশ্বকাপ এমনকি কনফেডারেশন কাপ জয়ও। একবার নজর রাখা যাক সেই সাতটি টুর্নামেন্টের দিকে।
১) ২০০২-এর বিশ্বকাপ জয় : একুশ শতকের প্রথম ট্রফি হিসেবে বিশ্বকাপ আসে ব্রাজিলের ঘরে। সাউথ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছিল সেইবছরের বিশ্বকাপ। টুর্নামেন্টের ফাইনালে জার্মানির মুখোমুখি হয় কাফু-রোনাল্ডো-রোনাল্ডিনহো সমৃদ্ধ সাম্বা বাহিনী। রোনাল্ডোর করা ২-০ গোলে অলিভার কানের জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে ব্রাজিল।
২) ২০০৪-এর কোপা আমেরিকা জয় : সেইবার কোপা আমেরিকার আয়োজক দেশ ছিল পেরু। টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয় ব্রাজিল। নির্ধারিত সময়ে অবধি খেলার ফলাফল ছিল ২-২। এরপর অতিরিক্ত সময়েও ফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ গোলের ব্যবধানে যেতে ব্রাজিল।
৩) ২০০৫-এর ফিফা কনফেডারেশন কাপ জয় : জার্মানিতে অনুষ্ঠিত সেবছরের কনফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে ৪-১ গোলে জয়ী হয়ে কাপ ঘরে তোলে সেলেকাওরা। ব্রাজিলের হয়ে আদ্রিয়ানো, কাকা ও রোনাল্ডিনহো গোল করেন। আর্জেন্টিনার একটি গোল করেন আইমার।
৪) ২০০৭-এর কোপা আমেরিকা জয় : ভেনেজুয়েলায় অনুষ্ঠিত সেইবছরের কোপা আমেরিকার ফাইনালে ফের মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। ৩-০ গোলে ম্যাচ জিতে সেই শেষবার কোপা জিতেছিল সেলেকাওরা।
৫) ২০০৯-এর ফিফা কনফেডারেশন কাপ জয় : সেইবছর কনফেডারেশন কাপ অনুষ্ঠিত হয়েছিল সাউথ আফ্রিকায়। জোহানেসবার্গে ফাইনালে ইউনাইটেড স্টেটস কে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে কাপ ঘরে তুলেছিল কাকা-রোবিনহো সমৃদ্ধ ব্রাজিল।
৬) ২০১৩-এর ফিফা কনফেডারেশন কাপ জয় : সেইবছর কনফেডারেশন কাপের আসর বসেছিল ব্রাজিলের ঘরের মাঠেই। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে। কিন্তু ব্রাজিলের সামনে দাঁড়াতেই পারেনি জাভি-ইনিয়েস্তারা। নেইমার ও ফ্রেডের সৌজন্যে ৩-০ গোলে ম্যাচ জিতে ফের কনফেডারেশন কাপ পায় সাম্বা বাহিনী।
৭) ২০১৯-এর কোপা আমেরিকা জয় : এবারের কোপা আমেরিকার আসরও বসেছিল ব্রাজিলের মাটিতেই। আর্জেন্টিনাকে সেমি ফাইনালে হারিয়ে কোপার ফাইনালে ওঠে ব্রাজিল। তাঁদের সামনে মুখোমুখি হয় পেরু। কিন্তু ফাইনালে ব্রাজিলের সামনে টিকতে পারেনি পেরুর প্লেয়াররা। ৩-১ গোলে পেরুকে উড়িয়ে দিয়ে প্রায় এক যুগ পর কোপা আমেরিকা জিতে নেয় ব্রাজিল। সেইসঙ্গে একুশ শতকের সাতটা ট্রফি অর্জনকারী দেশ হিসেবে রেকর্ড গড়ে সেলেকাওরা।