তীব্র দাবদাহে ভুগছে গোটা দেশ। মাঝেমাঝে একটু-আধটু বৃষ্টি হলেও তা যথেষ্ট নয়। বৃষ্টির দেখাই নেই। তবে অবশেষে আশার খবর শোনাল আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৭২ ঘন্টায় দেশ জুড়ে অতিভারী বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে। হতে পারে বন্যাও।
হাওয়া অফিসের তরফে দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ৷ মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে, হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানের বেশি কিছু এলাকায় আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ঢোকার সম্ভাবনা রয়েছে ৷ ৯ জুলাই মৌসম বিভাগ উত্তরপ্রদেশের বেশ কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ৯ জুলাই উত্তরপ্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ৷ অন্যদিকে অসম ও মেঘালয়ের বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরপ্রদেশের দক্ষিণ জেলাগুলিতে ও মধ্যপ্রদেশের উত্তরের জেলায় ৯ ও ১০ জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে