শ্রীলঙ্কার বিরুদ্ধে লিডসে গ্রুপের শেষ ম্যাচ ভারতের। তার আগে সাংবাদিক সম্মেলনে ধোনির অবসর নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, তিনি নিজেও জানেন না কবে অবসর নেবেন। শুক্রবার পাক ক্রিকেটার শোয়েব মালিক অবসরের কথা ঘোষণা করেছেন। বিশ্বকাপেই আজ শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বলে জানিয়ে দিয়েছেন ইমরান তাহির ও জ্যঁ পল দুমিনি। ক্যারিবিয়ান ক্রিকেটার ক্রিস গেলের অবসর নিয়েও জল্পনা চলছে। চারটি বিশ্বকাপ খেলে ফেলা ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির অবসর নিয়েও বিভিন্ন মহলে কথা হচ্ছে।
ধোনি বলেন, “আমি জানি না কবে অবসর নেব। তবে অনেকেই চাইছে আমি কালকের ম্যাচের আগেই অবসর নিয়েনি।” অনেকে বলতে ধোনি কাদের কথা বলেছেন তা স্পষ্ট না হলেও বিশেষজ্ঞদের ধারণা তাঁর আক্রমণের লক্ষ্য ছিল সংবাদ মাধ্যম।
সংবাদমাধ্যমের একাংশ তো হাত ধুয়ে লেগে পড়ল ধোনিকে নিয়ে।
সোশ্যাল মিডিয়াতেও আক্রমণের কেন্দ্রবিন্দু সেই ধোনি, যিনি ভারতকে দু–দুটো বিশ্বকাপ এনে দিয়েছেন। ব্যাটে–বলে হাত না ছোঁয়ানো মানুষও ধোনিকে পরামর্শ দিচ্ছেন, অনেক হয়েছে এবার অবসরের চিন্তা করুন!
গত কয়েকদিনে টিভির নানা চ্যানেলে তাঁকে নিয়ে টক–শো, সংবাদপত্রে তাঁকে নিয়ে শব্দ খরচ হয়েছে হাজার হাজার। বিষয়? মহেন্দ্র সিং ধোনির কি এবার অবসর নেওয়ার সময় হয়েছে? তাঁর কানেও সব ঢুকেছে। কিন্তু ধোনি কী ভাবছেন? তাঁর মানসিক অবস্থা কেমন? এমন সমালোচনার ঝড়ে তিনি কি বিধ্বস্ত? কী বললেন তিনি?
ধোনি ক্ষুব্ধ। ধোনি বিরক্ত। লিডসের হোটেলে ঘনিষ্ঠ মহলে ধোনি কোনও রাখঢাক না রেখে বলেছেন, ‘এটাই আমার শেষ বিশ্বকাপ। আমিও জানি। চার বছর পর আরও একটা বিশ্বকাপে আমি যে খেলতে পারব না, এটা তো সবারই জানা। কিন্তু অবসর কবে নেব? কোনও সিদ্ধান্ত নিইনি। তবে সত্যি বলতে কী, অবসর নিয়ে চিন্তাভাবনা করার সময় আমার হাতে নেই। সবাই বিশ্বকাপ নিয়েই ভাবছি। ফোকাস করছি নিজের খেলার ওপর। এবার যে যা খুশি লিখুক, যা খুশি বলুক।’
হেলিকপ্টার শট মারার ভঙ্গিতে ধোনি যে জবাব দিলেন, তাতে কি সমালোচকরা থামবেন? তাঁর অবসর নিয়ে আলোচনা বন্ধ হবে?