ভোটের পর থেকেই বাংলায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি। যার জ্বলন্ত প্রমাণ কাঁকিনাড়া-ভাটপাড়া। এছাড়াও বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী খুন, পার্টি অফিস ভাঙচুর লেগেই রয়েছে। এবার গোটা বাংলার ধাঁচেই গোবরডাঙাতেও পরিকল্পনামাফিক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বিজেপি। যাদের মারে পুলিশের মাথা ফেটেছে সবার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এমনটাই জানা গেছে।
তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক এদিন বলেন, “লোকসভা নির্বাচনের পর গোটা রাজ্যে অশান্তির পরিবেশ তৈরি করছে বিজেপি। মানুষ ওদের ভোট দিয়ে মাথার চুল ছিঁড়ছে। গোবরডাঙাতেও একই ধাঁচে এগোচ্ছে বিজেপি। যাদের মারে এদিন পুলিশের রক্ত ঝরেছে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। প্রত্যেককে গ্রেফতার করা হবে।”
প্রসঙ্গত, হাসপাতাল চালুর দাবিতে আজ বিজেপির স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। নামেই শান্তিপূর্ণ হলেও তাঁদের কার্যকলাপ মোটেও শান্তিপূর্ণ ছিল না। পুরপ্রধান সুভাষ দত্তর কাছে মিছিল করে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন বিজেপি কর্মীরা। তাই সেই মুহূর্তেই ব্যারিকেড করে তাদের বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। অভিযোগ, এরপরেই বিজেপি কর্মীরা ইট-পাথর ছুঁড়তে শুরু করে। পাল্টা লাঠিচার্জ করে গোবরডাঙা থানার পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। ইটের ঘায়ে এক পুলিশকর্মীর মাথা ফেটেছে। যদিও বিজেপি কর্মীরা বলছেন, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ ইচ্ছা করেই বাধা দিয়েছে।