লোকসভা ভোটের পর নজরুল মঞ্চে তৃণমূল কাউন্সিলরদের নিয়ে মিটিংয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছিলেন, কাটমানি নিলে দল থেকে তাঁকে বহিষ্কার করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরেই অনেক কাউন্সিলর তাঁদের কাটমানির টাকা ফেরত দেওয়া শুরু করেছিলেন। মমতার এই ‘কাটমানি বার্তা’ নিয়ে কটাক্ষ করেছিল বিজেপির রাজ্য নেতৃত্ব। এ বার কাটমানি ফেরত চেয়ে খোদ বিজেপি নেতার ভাইয়ের বাড়িই ঘেরাও করলেন বিজেপি সমর্থকরা। শুক্রবার পূর্ব বর্ধমানের শক্তিগড়ের উত্তর বাজারে বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি নেতা গোলাম জার্জিসের ভাই শেখ মিরাজের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। শেখ মিরাজ নিজেও একজন বিজেপির নেতা।
বিজেপি নেতা গোলাম জার্জিস পঞ্চায়েত নির্বাচনের আগেও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে ছিলেন। ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। কিন্তু পরে তিনি লোকসভা ভোটে টিকিটের লোভে বিজেপিতে যোগদান করেন। সেখানে গিয়েও তাঁর ভাগ্যে শিঁকে ছেড়েনি।
দাদার পথ অনুসরণ করেন ভাই শেখ মিরাজও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে চলে যান। কিন্তু এদিন বিজেপি কর্মী সমর্থকরাই একশো দিনের কাজ ও আবাস যোজনার বাড়ির টাকার কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, শেখ মিরাজের পাশাপাশি গোলাম জার্জিসও একশো দিনের কাজ ও বাড়ি তৈরিতে দুর্নীতি করেছেন। সুতরাং তাঁকেও কাটমানির টাকা ফেরত দিতে হবে।
শেখ মিরাজকে সেইসময় বাড়িতে না থাকায় তাঁরই এক অনুগামী শেখ বাদশা কে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। যদিও তিনি কর্মীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন। এই বিষয়ে বিজেপি নেতা গোলাম জার্জিস কিছু বলতে অস্বীকার করেছেন।