বিজেপির দেশপ্রেমের আবেগে সব সময় ভেসে থাকে দলের নেতা-নেত্রীরা। কিন্তু সেই ‘দেশ’-এই দিশেহারা হয়ে পড়লেন অভিনেত্রী এবং বিজেপি নেত্রী জয়া প্রদা। এইদিন রামপুরের একটি স্কুলে ছাত্র-ছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। এতদূর অবধি সবই ঠিক ছিল। কিন্তু সেখানে স্কুলপড়ুয়াদের পড়াতে গিয়েই মস্ত ভুল করে বসলেন জয়া। আর তাঁর সেই ভুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের সুর ভেসে আসছে।
প্রসঙ্গত, পড়ুয়াদের ইংরেজি পড়ানোর দায়িত্ব নিজের হাতেই তুলে নিলেন অভিনেত্রী। আর তাতেই বিপদ ডেকে আনলেন নিজের অজান্তেই। Country বানানটিই ইংরেজিতে ভুল লিখে বসলেন জয়া। পরিবর্তে যা লিখলেন তা দেখে চক্ষু চড়কগাছ মানুষজনের। প্রথমে হিন্দিই পড়াচ্ছিলেন ছাত্র-ছাত্রীদের। হঠাৎই তিনি চলে যান ইংরেজি মুডে। আর তাতেই হাজার বিপত্তি নেমে এল। প্রথমে ছাত্র-ছাত্রীদের সাধারণ কিছু বানানই জিজ্ঞেসই করছিলেন তিনি। আর তারপরে বোর্ডে লিখলেন, ‘India is my contry’।
অভিনেত্রীর ইংরেজি বানানের এমন বহর দেখে হেসে কুটিপাটি নেটদুনিয়া। বিতর্কও শুরু হয়েছে বিস্তর যে, স্কুলে গিয়ে এমন ভুল শিক্ষা কীভাবেই বা একজন জননেত্রী দিতে পারেন? কি করে দেশের ছাত্র-ছাত্রী কাছে এমন ভুল হয় তাই নিয়েই চলছে নেটিজেনদের আলোচনা।