নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেট পেশ করেছেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর সেই বাজেট নিয়ে সারা দেশে কম-বেশি সমালোচনার ঝড় উঠেছে। কেউ কেউ কড়া সুরে কটাক্ষ করছেন তো কেউ আবার হতাশার চিত্র খুঁজে পাচ্ছেন। এইবার সেই তালিকায় নাম লেখালেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহা সচিব পার্থ চট্টোপাধ্যায়। তাঁর বক্তব্য, এই বাজেট মানুষের আশার বেলুন ফুটো করে দিয়েছে৷
কেন্দ্রীয় বাজেটকে বিশ্লেষণ করে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, বাংলা বঞ্চিত হয়েছে। যে স্পেশাল প্যাকেজ দেওয়ার কথা হয়েছিল, তা হয়নি। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধিতে বহুমুখী প্রভাব পড়বে। পরিবহণের খরচ বাড়াবে ফলে জিনিষের দামও বাড়বে। দূ্র্দশা বাড়বে মানুষের। তিনি আরও বলেন, বাজেটে তরুণদের কর্মসংস্থানের যেমন কোনও দিশা নেই, তেমনই তপশিলী জাতি-উপজাতি ও আদিবাসীদের উন্নয়নেরও কোনও দিশাও পাওয়া যায়নি।
কেন্দ্র সেস বৃদ্ধি করে রাজ্য থেকে যে অর্থ নিয়ে যাচ্ছে, তার ছিঁটেফোটাও রাজ্যকে দিচ্ছে না। পরিকাঠামো উন্নয়নে আকাশ কুসুম কথা বলা হয়েছে। অথচ বাজেটে ওই অর্থের কোনও সংস্থানই নেই। আবার অন্যদিকে, আয়করে কোনও নতুন ছাড় নেই। রাজ্যের মেট্রো প্রকল্প নিয়ে মানুষ যতটা আশা করেছিল, তা হয় নি। দেশের বড় বড় দিগ্বিগজদের নিশানায় এই বাজেট। এটা সাধারণ মানুষের কাছে এক প্রকার ভাঁওতা এমনই মনে করছেন তাঁরা।