মোদীর দ্বিতীয় ইনিংসে প্রথম বাজেট পেশ হয়েছে গতকাল। দায়িত্বে ছিলেন মোদীর মন্ত্রীসভার অন্যতম সদস্যা নির্মলা সীতারমণ। কিন্তু বাজেট ঘিরে যে প্রত্যাশা ছিল দেশের সাধারণ মানুষের সেই প্রত্যাশা আবার ধাক্কা খেল। বাজেটে নতুন করে সেস বসানোয় বেড়ে গেল পেট্রল–ডিজেলের দাম। পেট্রলের দাম প্রতি লিটারে বাড়ল ২ টাকা ৪০ পয়সা। অন্যদিকে লিটার পিছু ডিজেলের দাম বাড়ল ২ টাকা ৩৬ পয়সা।
তাই প্রত্যাশা মতোই কলকাতাবাসীর কপালে চিন্তার ভাঁজ। দাম বেড়ে কত হল পেট্রল-ডিজেলের দাম? প্রশ্ন ঘুরছে মানুষের মধ্যে। শনিবার কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়াল ৭৫ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৬৬ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে দাঁড়াল ৬৮ টাকা ৫৯ পয়সা।
একই অবস্থা দেশের বাকি তিন মহানগর–দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়েও। রাজধানীতে লিটার পিছু পেট্রলের দাম ৭২ টাকা ৯৬ পয়সা। ডিজেলের দাম ৬৬ টাকা ৬৯ পয়সা। দেশের বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রলের দাম ২ টাকা ৪২ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ টাকা ৫৭ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৫০ পয়সা। ফলে নতুন দাম লিটার পিছু ৬৯ টাকা ৯০ পয়সা। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে চেন্নাইয়ে। সেখানে পেট্রলের দাম বেড়েছে ২ টাকা ৫৭ পয়সা এবং ডিজেলের দাম বেড়েছে ২ টাকা ৫২ পয়সা। ফলে দক্ষিণের এই শহরে পেট্রলের নতুন দাম ৭৫ টাকা ১৫ পয়সা এবং ডিজেলের দাম ৭০ টাকা ৪৮ পয়সা।
আর এর ফলে সাধারণ মানুষের চিন্তা আরও বেড়ে চলেছে। কারণ পেট্রপণ্যের দাম বৃদ্ধি মানেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি। ফলে কার্যত বাজেটের পরদিন থেকেই মাথায় হাত মধ্যবিত্তের। যতই প্রধানমন্ত্রী বলুক এই বাজেটে উপকৃত হবে সাধারণ মানুষ, বাজেটের পরদিন থেকেই সাধারণ মানুষ টের পাচ্ছেন তাঁদের হতাশার চিত্র।