দ্বিতীয় বার ক্ষমতায় আসতে না আসতেই দেশের আরও তিনটি বিমানবন্দর আদানি এন্টারপ্রাইজকে লিজ দিতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। আসলে দেশের বৃহত্তম বিমানবন্দরগুলির পরিচালনায় সরকারি নিয়ন্ত্রণে ইতি টানতে চায় কেন্দ্র। এই তিনটি বিমানবন্দর হল আহমেদাবাদ, লখনউ এবং ম্যাঙ্গালুরু।
বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়েছে। এয়ারপোর্ট অথরিটি’র পরিবর্তে বিমানবন্দরগুলি দেখভালের ভার বেসরকারি সংস্থাগুলির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
এই বাবদ যে অর্থ এয়ারপোর্ট অথরিটির কোষাগারে জমা পড়বে তা দেশে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণির বিমানবন্দরগুলির উন্নয়নের কাজে ব্যবহারের কথা বলা হয়েছে। সেই লক্ষ্যে দেশের ছ’টি বিমানবন্দর বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এর মধ্যে পাঁচটি বিমানবন্দরই পরিচালনার ভার পেল বিজেপি ঘনিষ্ঠ হিসেবে পরিচিত গৌতম আদানির নেতৃত্বাধীন আদানি গোষ্ঠী।