এবার কলকাতা পুলিশ রাজ্যে দুর্গাপুজোর অনুমতি নিয়ে সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলল। নিজেদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে পুলিশের তরফে জানানো হয়েছে, এবার পুজোর অনুমতি দেওয়ার ক্ষেত্রে নতুন কোনও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে না।
আগের বছরগুলিতে যে পদ্ধতিতে পুজোর অনুমতি দেওয়া হত, এ বছরই সেই নিয়মই বহাল থাকবে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। পুজোকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন কলকাতা-সহ গোটা রাজ্যের মানুষ। ঠাকুর দেখতে রাস্তায় মানুষের ঢল নামে।যাত্রীদের চাপ সামলাতে রাতভর শহরের রাস্তায় চলে যানবাহন। এমনকি, পুজোর চার দিন ট্রেনের সংখ্যাও বাড়িয়ে দেয় মেট্রো কর্তৃপক্ষও।
বস্তুত, বছর দুয়েক আগে যখন পুজোর জায়গা বাড়ানোর অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সোনাগাছির যৌনকর্মীরা, তখন রাস্তায় যানজটের কারণ দেখিয়ে অনুমতি দিতে অস্বীকার করেছিল পুলিশ-প্রশাসন। মামলা গড়িয়েছিল কলকাতা হাই কোর্টে।