আর কিছুদিন পরেই মুক্তি পাবে বলিউডের বহু প্রতীক্ষিত ছবি ‘সুপার ৩০’। যেখানে বহুদিন পর দেখা যাবে ভারতীয় সিনেমার ‘গ্রিক গড’ ঋত্বিক রোশন কে। তাই সেই সিনেমার প্রচারের জন্য খুবই ব্যস্ত অভিনেতা। কিন্তু হঠাৎই এ সবের মাঝেই তিনি জড়িয়ে পড়লেন প্রতারণা মামলায়। হায়দরাবাদের খ্যাতনামা এক শরীরচর্চা কেন্দ্রের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াতেই বিপত্তি ঘটল এই বলিউড অভিনেতার। ভুয়ো প্রতিশ্রুতির অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে হায়দরাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, শশীকান্ত নামে জনৈক ব্যক্তি হায়দরাবাদের কেপিএইচবি কলোনি থানায় এই মামলা দায়ের করেন। কাল্ট ফিট হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড নামে এক হায়দরাবাদের শরীরচর্চা কেন্দ্রের বিরুদ্ধে মূলত অভিযোগ এনেছেন তিনি। ওই শরীরচর্চা কেন্দ্রেরই ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঋত্বিক। মামলা দায়ের হয়েছে জিমের আরও তিন উচ্চপদস্থ কর্মীর বিরুদ্ধে। শশীকান্তের অভিযোগ, “ওই জিমের সদস্য তিনি। নাম নথিভুক্ত করা সত্ত্বেও পছন্দসই স্লট পেতেন না তিনি। কারণ, জিমে যত জনকে পরিষেবা দেওয়া সম্ভব, তার চেয়ে বেশি সংখ্যক সদস্যকে সময় দেওয়া হত। তাতে বেশি টাকা খরচ করেও বঞ্চিত হতেন অনেক উপভোক্তা।”
পুলিশের তরফে জানানো হয়েছে, গত বছর ডিসেম্বরে ওই জিমে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়েছেন শশীকান্ত। কিন্তু প্যাকেজে উল্লেখ করা প্রতিশ্রুতি মতো পছন্দসই স্লট পাননি তিনি বলে অভিযোগ। ঋত্বিক রোশন সেই জিম সংস্থার বিজ্ঞাপনের মুখ হওয়ায় তাঁর মতো আরও অনেকেই এই অফারে প্রভাবিত হন। এই জন্য অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধেও। যার ফলে এরকম অপ্রত্যাশিত ঝামেলায় অজান্তেই জড়িয়ে পড়েছেন অভিনেতা। এই নিয়ে তিনি প্রকাশ্যে কিছু না বললেও বোঝা যাচ্ছে যে, সিনেমা মুক্তির আগে এই পরিস্থিতি যথেষ্টই বিড়ম্বনার। আপাতত বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।