আজ মোদীর দ্বিতীয় ইনিংসে প্রথম বাজেট পেশ। দায়িত্বে আছেন মোদীর মন্ত্রীসভার অন্যতম সদস্যা নির্মলা সীতারমণ। কিন্তু বাজেট ঘিরে যে প্রত্যাশা ছিল দেশের সাধারণ মানুষের সেই প্রত্যাশা আবার ধাক্কা খেল। পেট্রল-ডিজেলের দাম লিটারপিছু ২ টাকা করে বাড়ল। পাশাপাশি আমদানি শুল্ক বাড়ানোয় বাড়ছে সোনা অন্যান্য মূল্যবান দ্রব্যের দাম।
সোনা ও অন্যান্য মূল্যবান জিনিসের উপর আমদানি শুল্ক ১০% থেকে বাড়িয়ে ১২.৫% করার কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুক্রবার ১০ গ্রাম সোনার দাম ০.০৪ শতাংশ বেড়ে হয় ৩৪,২৩০ টাকা।
এই বাজেটে ‘স্বপ্ন দেখানো’ হয়েছে বলে কটাক্ষ করছে বিরোধীরা। আগের পাঁচ বছরে মোদী সরকার শুধুই যে ‘প্রতিশ্রুতি’-র বন্যা বইয়ে দিয়েছিলেন সেকথার উল্লেখও করেন বিরোধীরা। আর এই নতুন ইনিংসে আবারও স্বপ্ন দেখাতে শুরু করেছে বলে মনে করছেন তাঁরা। আর উদাহরণ হিসেবে তুলে ধরেছেন আজকের বাজেটকে।